এসডিজির বন্ড প্রসারে ইউএনডিপি ও বাংলাদেশ সিকিউরিটি এণ্ড এক্সচেঞ্জ কমিশনের সমঝোতা স্মারক সই

July 4, 2023

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনে সহয়তার লক্ষ্যে খাতওয়ারি বণ্ড তৈরি করা ও পরবর্তী উন্নয়নে পারষ্পরিক সহয়োগীতার জোরদারের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সিকিউরিটি এণ্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএসইসির অফিসে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ও ইউএনডিপি  বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

উপরোক্ত সমঝোতা স্মারকের ভিত্তিতে ইউএনডিপি  বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-ভিত্তিক রিপোর্টিং ও প্রভাব নিরূপনের পাশাপাশি  খাতওয়ারি বণ্ড বরাদ্দ ও ফলাফল বিশ্লেষনে কারিগরি সহায়তা প্রদান করবে । অংশীদারদের কার্যকর অংশগ্রহনের মাধ্যমে  এসডিজি খাতওয়ারি বন্ড ছাড়া ও পরবর্তী পর্যায়ে উন্নয়ন ও জনপ্রিয়করনে ইউএনডিপি’র বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে।

অংশীদারিত্বের এই উদ্যোগের সাফল্য কামনা করে ইউএনডিপি  বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান  লিলার খাতওয়ারি বন্ড ফ্রেমওয়ার্ক উদ্ভাবনে কারিগরি সহযোগীতা জোরদারের উপর গুরূত্বারোপ করেন। ”টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিতে খাতওয়ারি বন্ড ফ্রেমওয়ার্ক ও কারিগরি সহযোগীতা প্রয়োজনীয় ভুমিকা রাখবে বলে আমি আশা করি। বেসরকারি খাতের জন্য সুযোগের প্রসারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সাথে যৌথভাবে কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টিতে  ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ যা স্থায়িত্বশীল উন্নয়নে ভুমিকা রাখবে”- বলেন স্টেফান  লিলার । ২০৩০ সালে লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ ধরনের সহযোগীতার সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ।

বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত সবার প্রচেষ্টায় এসডিজি খাতওয়ারি বণ্ড ছাড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বণ্ডের প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষপ বিশেষ করে গ্রীন বন্ড সাফল্যের কথা তুলে ধরেন। ‘গ্রীন বন্ডের জন্য আমাদের বিশেষ শাখা রয়েছে ;  ইসলামিক সুকুক বন্ডের বিস্তার বন্ড মাকেটকে শক্তিশালী করার পাশাপাশি এসডিজি অর্থায়নে ভুমিকা রাখবে বলে আশা করি”- বলেন বিএসইসির চেয়ারম্যান | সবুজ অর্থনীতির বিকাশে সমবেত প্রচেষ্টার উপরও তিনি গুরূত্বারোপ করেন ।

অনুষ্ঠানে ইউএনডিপি ও বাংলাদেশ সিকিউরিটি এণ্ড এক্সচেঞ্জ কমিশনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।