বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে ইউএনডিপি-এসএমই ফাউন্ডেশন সমঝোতা স্মারক সই
July 19, 2023
বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। বুধবার (১৮ জুলাই ২০২৩) দুপুরে ঢাকায় এসএমই ফাউন্ডেশন এর কার্যালয়ে ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড: মো: মফিজুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনডিপি জানায়, এই সমঝোতা স্মারক এর আওতায় দুই সংস্থা যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হবে। তারা বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পোদ্যোগ/ সবুজ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। এছাড়া উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক বিভিন্ন কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হবে।
বাংলাদেশে শিল্পোদ্যোগ বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই উন্নয়ন অর্জন, পুনরুদ্ধার ও উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি সাধন করাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য । বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাত একটি বড় ভূমিকা পালন করেছে এবং এই অংশীদারিত্ব এ খাতের প্রবৃদ্ধিকে আরো জোরদার করবে।
ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন বলেন, “বাংলাদেশে শিল্পোদ্যোগ এবং পরিবেশবান্ধব উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এর সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত । এই সমঝোতা নারী উদ্যোক্তাদের জন্য অধিক সুযোগ সৃষ্টিতে, আর্থিক খাত ও ডিজিটাল মার্কেটপ্লেসে প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং গ্রামাঞ্চলে এসএমই পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায়তা করবে।”
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড: মো: মফিজুর রহমান বলেন, “এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব পরিবেশকে শক্তিশালী করা। এই অংশীদারিত্ব আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা তৈরিতে ও রপ্তানিমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা আমাদের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সহায়তা করবে এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা রক্ষায় অবদান রাখবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ড: মো: মাসুদুর রহমান, চেয়ারম্যান, এসএমই ফাউন্ডেশন, সালাহ উদ্দিন মাহমুদ, উপ - ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, ফারজানা খান, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, কাজল চ্যাটার্জি, জাতীয় প্রকল্প পরিচালক, স্বপ্ন এবং উইং প্রকল্প, ইউএনডিপি বাংলাদেশ, শারমিন ইসলাম, জেন্ডার টিম লিডার, ইউএনডিপি বাংলাদেশ, সারাহ জিতা, ন্যাশনাল কনসালটেন্ট, উইং প্রকল্প, ইউএনডিপি বাংলাদেশ, উপস্থিত ছিলেন।