ইউএনডিপির সাথে এসডিজি নিয়ে কাজ করবে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা

June 12, 2023

এসডিজি নিয়ে অ্যাডভোকেসির জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আগামী এক বছর বাংলাদেশের জনপ্রিয় ৮ জন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করবে। এই এক বছরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি -২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর ঢাকা অফিসে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজ একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, স্টেফান লিলার বলেন – "বাংলাদেশের শিল্প, বিজ্ঞান, সাহিত্য, বিনোদন, খেলাধুলা বা জনজীবনের অন্যান্য ক্ষেত্রে এসকল কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত জনপ্রিয়।  অতীতেও তারা ইউএনডিপির সাথে  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন করা হয়েছে।"

"২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আর মাত্র সাত বছর বাকি আছে। তাই এই বিষয়ে সচেতনতা বাড়ানো এখনই জরুরি। আমি মনে করি তাদের মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে এই বিষয়ে সচেতন করতে পারবো," ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, স্টেফান লিলার আরও যোগ করেন ।

কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে রয়েছেন এনায়েত চৌধুরী,  ফাতিহা আয়াত,  ইফতেখার রাফসান, মাশা ইসলাম, মাশরুর এনান, মাসুদা খান, মোর্শেদ মিশু,  হৃদি শেখ এবং তাসলিমা হোসেন নদী।

"সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এসব কন্টেন্ট ক্রিয়েটর  এসডিজি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে," মোঃ আব্দুল কাইয়ুম, হেড অফ কমিউনিকেশন্স,ইউএনডিপি বাংলাদেশ এ কথা জানান ।

"এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনুসরণ করে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরও টেকসই উন্নয়নের প্রতি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাদের মাধ্যমে আমরা  আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব যা একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে," মোঃ আব্দুল কাইয়ুম যোগ করেন